উম্মে সফুরা ডলি
সহকারী শিক্ষক (বাংলা)
০১৭২১৫৫৬৪৬২
উম্মে সফুরা ডলি ,পিতা-মৃত আব্দুল হেকিম ,মাতা- মৃত মোসাঃ শামসুন্নাহার  বেগম  ,নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের তেলিয়া গ্রামে ১৯৭৭সালে ০২মার্চ জন্মগ্রহন করেন ,তিনি খড়িয়া উচ্চবিদ্যালয় থেকে ১৯৯২ সালে এস.এসসি পাস করেন ,শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ থেকে ১৯৯৬ সালে এইচ.এসসি ও ১৯৯৮ সালে স্নাতক(পাস) করেন ,পরবর্তীতে  তিনি ১৫/১১/২০০১ সালে খড়িয়া তামিরুল মিল্লাত দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান ) হিসাবে যোগদান করেন । পরবর্তীতে ২০১১সালে কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি.এড ডিগ্রি অর্জন করে অদ্যাবধি উক্ত প্রতিষ্ঠানে কর্মরত আছেন । বাণী -  মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু অনেক ভালো  ।