মোঃ মানজুর হোসাইন
সহকারী মৌলভী
০১৭২৫৫০১০৫৭
মোঃ মানজুর হোসাইন, পিতা মোঃ রমিজ উদ্দীন প্রধান, মাতা ফিরোজা সুলতানা। তিনি ১৯৮১ সালে ১লা ফেব্রুয়ারীতে নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈ গাঁও গ্রামের প্রধান বাড়িতে জন্ম গ্রহন করেন।
তিনি ১৯৯৫ সালে নিজ গ্রামে অবস্থিত বাড়ৈ গাঁও জামিউল উলুম আলিম মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে দাখিল পাস করেন। পরবর্তিতে তিনি নরসিংদী জামেয়া-ই কাসেমিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে ১৯৯৭,১৯৯৯ ও ২০০১ সালে কৃতিত্বের সাথে আলিম,ফাযিল ও কামিল পাস করেন।
২০০২ সালের ১লা আগস্ট তিনি খড়িয়া তামিরুল মিল্লাত দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভী পদে প্রথম কর্ম জীবন শুরু করে অদ্যবধি তিনি উক্ত পদে কর্মরত আছেন।