মরিয়ম আক্তার
এবতেদায়ী মৌলভী
০১৭৭০১৯৪১৪৬
মরিয়ম আক্তার, পিতা মোঃ নূরুল ইসলাম, মাতা-মিনারা আক্তার, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের শেখেরটেক গ্রামে ০১/১১/১৯৮৬ ইং সালে জন্মগ্রহণ করেন। তিনি মনোহরদী উপজেলার শেখেরটেক দাখিল মাদ্রাসা থেকে ২০০১ সালে দাখিল পাশ করেন। ধরাবান্ধা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা থেকে ২০০৬ সালে আলিম, ২০১০ সালে ফাজিল ও নরসিংদী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা থেকে ২০১২ সালে কামিল পাশ করেন। ২০১৪ ইং সালে এন. টি.আর.সি.এ এর মাধ্যমে নিবন্ধন পাশ করেন। পরবর্তীতে খড়িয়া তামিরুল মিল্লাত দাখিল মাদ্রাসায় ০৬/০৯/২০১৫ ইং সালে যোগদান করে অদ্যাবধি পর্যন্ত কর্মরত আছেন।