মোঃ মেজবাহুল ইসলাম
এবতেদায়ী ক্বারী
০১৭১৮২১৬২৮৬
মোঃ মেজবাহুল ইসলাম, পিতা- মোঃ আঃ গফুর, মাতা- রেজিয়া বেগম, নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পুটিয়া কামার গাঁও গ্রামে ১৯৮০ ইং সালে জন্ম গ্রহন করেন। তিনি শিবপুর উপজেলার বাগাব দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে ১৯৯৫ ইং সালে দাখিল পাস করেন। ১৯৯৭ ইং সালে বাড়ৈ গাঁও জামে উল উলুম আলিম মাদ্রাসা থেকে আলিম (সাধারন) পাস করেন। ২০০১ ইং সালে দুলাল্পুর সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা থেকে আলিম মুজাব্বিদ (মাহির) পাস করেন।
বিগত ২০০৬ সালে এক জুলাই মনোহরদী দারুল ইসলাম দাখিল মাদ্রাসায় ইবতেদায়ী ক্বারী পদে যোগদান করেন। পরবর্তীতে ০১/০১/২০১৫ সালে ইবতেদায়ী ক্বারী পদে খড়িয়া তামিরুল মিল্লাত দাখিল মাদ্রাসায় যোগদান করে অদ্যবধি পর্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার ইনডেক্স নং ২০২০৮৪৭।