
বিসমিল্লাহির রাহমানির রাহিম
খড়িয়া তামিরুল মিল্লাত দাখিল মাদ্রাসা নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামে অবস্হিত অন্যতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। দোলনা হতে কবর পর্যন্ত শিক্ষা একটি চিরন্তন প্রক্রিয়া। পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে অন্যতম। আর সু-শিক্ষা হলো মানুষকে প্রকৃত মানুষ রুপে গড়ে তোলার হাতিয়ার। শিক্ষাই জাতীর মেরুদন্ড আর শিক্ষক তারপ্রাণ।শিক্ষকগণই হচ্ছেন মূলত মানুষ গড়ার কারিগর।সমাজের জাগ্রত বিবেক আদর্শের মূর্ত প্রতিক ও মানব সভ্যতার রুপকার। তাই খড়িয়া তামিরুল মিল্লাত দাখিল মাদ্রাসার শিক্ষকগণই স্বীয় মর্যাদা সুপ্রতিষ্ঠার জন্য ছাত্র/ ছাত্রীীদেরকে ইসলামী ও নৈতিক শিক্ষা, আদর্শবান ও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার মত যোগ্যতা অর্জন করে গড়ে তোলার জন্য আপ্রান চেষ্ঠা করছে।আমি আন্তরিক ভাবে শিক্ষকদেরকে মোবারকবাদ জানাই এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তাদের জ্ঞান ও অভিজ্ঞতা তারা কাজে লাগিয়ে ছাত্র/ছাত্রীদেরকে সৎ ও দক্ষ মানব সম্পদ গঠনে সক্ষম হন। আল্লাহ তাদের সহায় হোন, আমিন।
মোঃ হুমায়ন কবির
সুপারিনটেনডেন্ট
খড়িয়া তামিরুল মিল্লাত দাখিল মাদ্রাসা
শিবপুর-নরসিংদী ।