সহ-সুপারিনটেনডেন্ট এর বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহিম

খড়িয়া তামিরুল মিল্লাত দাখিল মাদ্রাসাটি নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামে অবস্থিত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। ধর্মীয় শিক্ষাদানে অত্র এলাকায় এই প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে শিক্ষা হল অন্যতম প্রধান মৌলিক চাহিদা। শিক্ষকগণই হচ্ছেন মূলত মানুষ গড়ার কারিগর। শিক্ষাই জাতীর মেরুদন্ড আর এই শিক্ষকরাই মেরুদন্ড শক্ত করার কারিগর। এই শিক্ষকদের হাতে শিক্ষারথীরা হয়ে উঠে আদর্শবান নাগরিক। খড়িয়া তামিরুল মিল্লাত দাখিল মাদ্রাসার শিক্ষকগণ শিক্ষার্থীদের সকল একাডেমিক, নৈতিক শিক্ষা, চারিত্রিক ও অন্যান্য শিক্ষা দিয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলে বদ্ধ পরিকর। আমি আন্তরিক ভাবে শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন উনারা উনাদের পরিশ্রম, মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ছাত্র/ছাত্রীদেরকে সৎ, কর্মঠ ও দক্ষ মানব সম্পদ গঠনে সক্ষম হন। আল্লাহ যেন আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষকদের আদেশ নিষেধ মেনে অত্র প্রতিষ্ঠান থেক পড়াশুনা করে সৎ, কর্মঠ ও দক্ষ মানব সম্পদ হয়ে গড়ে উঠতে পারে সেই তাওফিক দান করেন, আমিন।

মোঃ আবুল কালাম
সহ-সুপারিনটেনডেন্ট
খড়িয়া তামিরুল মিল্লাত দাখিল মাদ্রাসা
শিবপুর-নরসিংদী ।