সভাপতির বাণী

নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন খড়িয়া তামিরুল মিল্লাত দাখিল মাদ্রাসাটি ১৯৯৮ ইং সালের অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা একত্রিত হয়ে খড়িয়া গ্রামের বিশিষ্ট ব্যাংকার মরহুম আয়েশ আলী মাস্টারের সহধর্মিনী জনাবা আমেনা বেগমের কাছে তার স্বামীর কবরের পাশে একটি দ্বিনী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার প্রস্তাব করিলে তিনি আনন্দচিত্তে প্রস্তাবটি গ্রহণ করেন এবং সেই থেকে মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। আমি অত্র মাদ্রাসার সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে মাদ্রাসার যাবতীয় সমস্যার স্মমাধান করার ছেস্টা করছি এবং দক্ষ শিক্ষক/শিক্ষিকা নিয়োগের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন হচ্ছে এবং প্রতিটি পাবলিক প্রীক্ষার ফলাফল সন্তোষজঙ্ক হচ্ছে।

মাদ্রাসার ভৌত অবকাঠামোর উন্নতি হচ্ছে। আর মাদ্রাসার বাকি উন্নয়নমূওল্ক কজ করার জন্য আপ্রাণ চেষ্টা করব ইন শা আল্লাহ। আমি মাদ্রসার সার্বিক উন্নতি ও মাদ্রাসার সকল শিক্ষক/শিক্ষিকা, সকল ছাত্র/ছাত্রীর মঙ্গল কামন করছি।