ভৌতকাঠমো

খড়িয়া তামিরুল মিল্লাত দাখিল মাদ্রাসা, শিবপুর, নরসিংদী এর উত্তর পার্শ্বে চার তলা বহুতল একটি ভবন রয়েছে। যার দৈর্ঘ্য ১১৪ ফুট এবং প্রস্থ ৩৫ ফুট। উক্ত ভবনের মোট কক্ষসংখ্যা= ১৭ টি। ১০টি কক্ষ ১ম শ্রেণি থেকে দশম শ্রেণির জন্য। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের জন্য কক্ষ ১ টি,  শিক্ষক মিলনায়তন কক্ষ ১ টি, সুপার হুজুরের কক্ষ ১ টি, সহ-সুপার হুজুরের কক্ষ ১ টি, নামাজের জন্য কক্ষ ১ টি, মেয়েদের কমনরুম ১ টি, গ্রন্থাগার কক্ষ ১ টি। এছাড়াও অত্র মাদ্রাসার পূর্ব পার্শ্বে রয়েছে দুই কক্ষ বিশিষ্ট একটি ভবন যাহা মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন ভবন হিসেবে পরিচিত। উক্ত মাদ্রাসার দক্ষিণ পার্শ্বে রয়েছে ২১৫X৮৫ বর্গফুটের একটি মাঠ।